National

প্রধানমন্ত্রীর মনের কথায় অলিম্পিকস, আপেল চাষ, ইউটিউবার

টোকিওয় চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহোৎসব। সেখানে দেশের হয়ে খেলতে যাওয়া ক্রীড়াবিদদের জন্য দেশবাসীকে গলা ফাটাতে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর মাসিক মন কি বাত অনুষ্ঠানে এদিন সবচেয়ে বড় করে জায়গা পেল টোকিওয় চলা অলিম্পিকসের আসর। যেখানে দ্বিতীয় দিনেই ভারত একটি পদক জয় করেছে। বাকিরা লড়ছেন দেশকে আরও পদক এনে দেওয়ার লক্ষ্যে।

এই সব ক্রীড়াবিদ বহু পরিশ্রম, আত্মত্যাগের পর ওই জায়গায় পৌঁছেছেন। তাঁরা লড়ছেন দেশের জন্য। প্রধানমন্ত্রী এদিন তাঁদের জন্য গোটা দেশকে গলা ফাটাতে উৎসাহ দেন।


তিনি বলেন, এই ক্রীড়াবিদরা অনেক কঠিন পরিস্থিতি পার করে এখানে পৌঁছেছেন। টোকিও পাড়ি দেওয়ার আগে প্রধানমন্ত্রী এইসব ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেন। সেই অভিজ্ঞতাও এদিন তুলে ধরেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী কার্গিল যোদ্ধাদের বলিদানকে স্মরণ করেন। অন্যদিকে তিনি মণিপুরের এক ইঞ্জিনিয়ারের আপেল চাষের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।


মণিপুরের মাটিতেও যে আপেল বাগান তৈরি করা যায় তা ওই ইঞ্জিনিয়ারের হাত ধরেই জানতে পারেন সেখানকার মানুষ। এখন মণিপুরে অনেক আপেল বাগান তৈরি হয়েছে। সেখানে আপেল চাষ হচ্ছে।

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে জায়গায় পান ওড়িশার সম্বলপুর জেলার বাসিন্দা ইসাক মুন্ডা। যিনি একসময় শ্রমিকের কাজ করতেন। কিন্তু এখন তিনি ইন্টারনেটে নিজেদের জায়গা করে নিয়েছেন।

ইসাক মুন্ডা এখন এক সফল ইউটিউবার। যিনি তাঁর গ্রাম, গ্রামের রান্নাবান্না, খাদ্যাভ্যাস, সেখানকার জীবনধারা তুলে ধরেন তাঁর ইউটিউব চ্যানেলে। এদিন প্রধানমন্ত্রী দেশের মানুষকে খাদি ও দেশের হস্তশিল্পের জিনিস কেনার আহ্বান জানান।

Show Full Article
Back to top button