সুরক্ষা কোথায়, হ্যাক হয়ে গেল খোদ প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটার অ্যাকাউন্টই হ্যাক করে ফেলল হ্যাকাররা। সেকথা প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিতও করা হয়েছে। কম সময়ের জন্য হলেও হ্যাক হয় অ্যাকাউন্টটি।
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটার অ্যাকাউন্টও সুরক্ষিত নয়! তাও হ্যাক করে ফেলা যে যায় তা প্রমাণ করে দিল হ্যাকাররা।
রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা নিশ্চিত করা হয়। জানানো হয় অল্প সময়ের জন্য হলেও প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ‘কম্প্রোমাইজড’ হয়েছে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়।
অল্প সময়ের জন্য হলেও প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়া সাধারণ মানুষের মনে সোশ্যাল মাধ্যমে তাঁদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
প্রধানমন্ত্রীর এই ট্যুইটার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ৭ কোটি ৩৪ লক্ষ। সেটি কিছু পরে ফের হ্যাক মুক্ত করা হয়। তবে তার আগেই হ্যাকাররা প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে বিটকয়েনের বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। সরকারিভাবে বিটকয়েনকে ভারতের মান্যতা প্রাপ্ত মুদ্রা করা হয়েছে, এমন তথ্য প্রধানমন্ত্রীর ট্যুইটারে দিয়ে দেওয়া হয়।
যা দেখলে সাধারণ মানুষের মনে হবে তা প্রধানমন্ত্রীই পোস্ট করেছেন! আর প্রধানমন্ত্রী নিজেই বিটকয়েনকে দেশের বৈধ মুদ্রার স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেন।
এর কিছু পরেই আরও একটি পোস্ট আসে যেখানে লেখা ছিল এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। হ্যাক করেছে জন উইক নামে একজন। তারা পেটিএম মল হ্যাক করেনি বলেও জানায়।
এটা জানার পরই হৈচৈ পড়ে যায়। দ্রুত হ্যাকার মুক্ত করা হয় অ্যাকাউন্টটি। ট্যুইটার কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা