
নিসের হামলার কড়া ভাষায় নিন্দা করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ট্যুইট করে ফ্রান্সের পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, তিনি এ ধরণের মস্তিষ্কবিহীন হামলার কড়া ভাষায় নিন্দা করছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ভারত ফরাসী ভাই-বোনেদের পাশে আছে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে নিস হামলায় কোনও ভারতীয়ের কোনও ক্ষতি হয়নি। তাঁরা সকলেই সুরক্ষিত বলে জানান হয়েছে। তবে ফ্রান্সে বসবাসকারী ভারতীয়দের পরিবারের কথা মাথায় রেখে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর +33-140-507070, যেখানে ফোন করলে মিলবে ভারতীয়দের সম্বন্ধে তথ্য।