National

ফ্লাইওভারে টানা ২০ মিনিট আটকে প্রধানমন্ত্রী

রাস্তায় টানা ১৫ থেকে ২০ মিনিট আটকে রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কনভয় নড়তেও পারল না সামনে। এই ঘটনাকে কড়া ভাষায় সমালোচনা করেছে বিজেপি।

ঠিক ছিল প্রধানমন্ত্রী ৪২ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন। তবে তার আগে তিনি শহিদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন। সেই কর্মসূচি অনুযায়ী তিনি বুধবার সকালে পঞ্জাবের ভাটিন্ডায় ভাইসিয়ানা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করেন। সেখান থেকে হুসেইনিওয়ালায় শহিদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানাতে হেলিকপ্টারে রওনা দেবেন তিনি।

কিন্তু এদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল পঞ্জাবে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতাও তলানিতে ঠেকেছিল। ফলে কোনও ঝুঁকি না নিয়ে সড়কপথে শহিদ বেদীতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


পথের সুরক্ষা নিশ্চিত করেন পঞ্জাব পুলিশের ডিজিপি। প্রায় ২ ঘণ্টার সড়কপথে যাত্রা। গন্তব্যে পৌঁছনোর ৩০ কিলোমিটার আগে একটি ফ্লাইওভারে আচমকা থমকে যায় প্রধানমন্ত্রীর কনভয়।

কনভয়ে থাকা সুরক্ষাকর্মীরা দ্রুত পরিস্থিতির খোঁজ নেন। দেখা যায় একটু দূরে রাস্তায় একদল মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে কনভয় এগোতে পারছে না।


এভাবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট ফ্লাইওভারের ওপরই ঠায় আটকে থাকেন প্রধানমন্ত্রী। পরে গন্তব্যে না গিয়ে তাঁর কনভয় মুখ ঘুরিয়ে নেয়। তারপর ফিরে যায় ভাটিন্ডায়। সেখান থেকেই দিল্লি ফেরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কনভয় এভাবে থমকে যাওয়া বিরলতম ঘটনা। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুরক্ষায় বড়সড় ফাঁক রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। পুরো ঘটনার বিস্তারিত তথ্য তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুলেছে বিজেপি। প্রধানমন্ত্রীর এই আটকে পড়ার ঘটনা ঘিরে এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button