National

নেতাজিকে সম্মান জানাতে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে তাঁকে সম্মান জানাতে এক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা অবশ্যই বাঙালির জন্য গর্বের।

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। দিনটি মূলত পশ্চিমবঙ্গে বড় করে পালিত হয়। দেশের বিভিন্ন কোণাতেও তা পালিত হয়ে থাকে।

২৩ জানুয়ারিতে জাতীয় ছুটি ঘোষণার দাবি আজ স্বীকৃতি পায়নি। তবে এবার ওই দিনটি দিল্লিতেও বড় করে পালিত হতে চলেছে। প্রধানমন্ত্রীর এদিনের ঘোষণায় সেকথা স্পষ্ট হয়ে গেছে।


প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেছেন ইন্ডিয়া গেটে নেতাজির একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হবে। বিশাল এই মূর্তি তৈরি হবে গ্রানাইট দিয়ে।

তবে যতদিন না তা তৈরি হচ্ছে ততদিন সেখানে শোভা পাবে একটি হলোগ্রাম মূর্তি। যা আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাকেও সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


Subhas Chandra Bose
ফাইল : নেতাজি মূর্তি, ছবি – আইএএনএস

ইন্ডিয়া গেটে ইংল্যান্ডের রাজা জর্জ ফাইভ-এর একটি মূর্তি বসানো ছিল। যা ১৯৬৮ সালে সরিয়ে ফেলা হয়। যেখানে সেই মূর্তিটি ছিল সেখানেই বসানো হবে নেতাজির মূর্তি। মূর্তিটি উচ্চতায় হবে ২৮ ফুট, চওড়ায় ৬ ফুট। সেনার পোশাক পরিহিত নেতাজি মূর্তিই প্রতিষ্ঠা করা হবে।

নেতাজির জন্মদিনকে আগেই পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে সরকার। এবছর নেতাজির জন্মবার্ষিকী থেকেই শুরু হবে প্রজাতন্ত্র দিবস উদযাপন। যা এর আগে একদিন পর থেকে শুরু হত।

প্রসঙ্গত শুক্রবারই ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি নিভিয়ে ফেলা হয়েছে। যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নানা সমালোচনা। ঠিক সেই সময় নেতাজির মূর্তি ইন্ডিয়া গেটে বসানোর ঘোষণা হল শুক্রবারই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button