National

লালকেল্লায় এদিন প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী

লালকেল্লায় স্বাধীনতার পর থেকে প্রতিবছরই প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন। বক্তব্য রাখেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার পর এক ইতিহাস গড়লেন।

লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে তাঁর একাদশতম বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার ক্ষমতায় আসার পর এদিন ছিল তাঁর তৃতীয় দফার প্রধানমন্ত্রীত্বের ক্ষেত্রে প্রথম জাতীয় পতাকা উত্তোলন এবং লালকেল্লা থেকে ভাষণ।

এদিন তিনি ৯৮ মিনিটের একটি সুদীর্ঘ বক্তব্য পেশ করেন। যা স্বাধীন ভারতে ইতিহাস রচনা করল। কারণ এদিন বক্তব্য রাখা শেষ করার পর তিনিই হলেন স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সর্বোচ্চ সময়ের জন্য বক্তব্য পেশ করা প্রধানমন্ত্রী।


এর আগে কোনও প্রধানমন্ত্রী ৯৮ মিনিটের বক্তব্য পেশ করেননি। ৭৭তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই সবচেয়ে বেশি সময় লালকেল্লা থেকে বক্তব্য পেশের রেকর্ড গড়ে ফেললেন।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী হিসাবে তাঁর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন বক্তব্য পেশের গড় সময় ৮২ মিনিট। এটাও দেশের অন্য কোনও প্রধানমন্ত্রীর চেয়ে বেশি।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে কম সময় লালকেল্লা থেকে বক্তব্য রাখেন ২০১৭ সালে। সেবার ৫৬ মিনিটে বক্তব্য শেষ করেন তিনি। ভারতে ১৯৪৭ সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যে বক্তব্য রাখেন তা ছিল ৭২ মিনিটের।

ভারতের অন্য প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় বক্তব্য রাখার সেটাই ছিল রেকর্ড। এরপর ১৯৯৭ সালে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে ৭১ মিনিটের ভাষণ দেন সে সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল।

মাত্র ১৪ মিনিটেই স্বাধীনতা দিবসের ভাষণ লালকেল্লা থেকে পেশ করার রেকর্ডও রয়েছে। ১৯৫৪ সালে জওহরলাল নেহেরু এবং ১৯৬৬ সালে ইন্দিরা গান্ধী স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী হিসাবে ১৪ মিনিটে তাঁদের ভাষণ শেষ করেছিলেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button