নীরজ চোপড়ার মাকে চিঠি লিখে নিজের মায়ের রান্নার কথা জানালেন প্রধানমন্ত্রী
ভারতীয় ক্রীড়ার অন্যতম মুখ জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া। তাঁর মাকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন তাঁর নিজের মায়ের কথা।
জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া এখন ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম মুখ। অলিম্পিকস থেকে একবার সোনা ও একবার রূপোর পদক এনে দেওয়া নীরজ ভারতের গর্ব। সেই নীরজ চোপড়ার মাকে এবার চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের মায়ের কথা বললেন সেখানে।
এই চিঠির পিছনে রয়েছে একটি রাজস্থানি ও হরিয়ানভি জিভে জল আনা খাবার চুরমা। রাজস্থানের ডাল, বাটি, চুরমা এমনিতেই বিখ্যাত। সেই চুরমাই এবার বাড়িতে নিজে হাতে রেঁধে প্রধানমন্ত্রীর জন্য পাঠিয়েছিলেন নীরজ চোপড়ার মা।
সেই রান্না পেয়ে খুশি হন প্রধানমন্ত্রী। তিনি নীরজের মা সরোজ দেবীকে চিঠি লিখে চুরমা পাঠানোর জন্য ধন্যবাদ জানান। জানান, এই রান্না তাঁর নিজের মায়ের হাতের রান্নার কথা মনে করিয়ে দিয়েছে।
আগে যেবার নীরজ চোপড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তখন নীরজ তাঁর জন্য চুরমা আনতে ভুলে গিয়েছিলেন। এবার আর সে ভুল হয়নি। প্রধানমন্ত্রীর জন্য মায়ের হাতে রাঁধা চুরমা নিয়ে গিয়েছিলেন নীরজ।
সেই চুরমার স্বাদ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কতটা ভাল লেগেছে তা তাঁর চিঠি থেকেই পরিস্কার। প্রধানমন্ত্রীর তাঁদের বাড়ির রান্না ভাল লেগেছে এটা জানার পর উচ্ছ্বসিত নীরজ চোপড়ার পরিবারও।
জামাইকার প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই বাকি সব খাবারের সঙ্গে নীরজের বাড়ি থেকে আসা চুরমাও খান তাঁরা। যা সকলেরই পছন্দ হয়েছে। পারম্পরিকভাবে গম চূর্ণ, ঘি আর চিনি দিয়ে চুরমা রান্না করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা