রানি এলিজাবেথের পর এই সম্মান পেলেন নরেন্দ্র মোদী, দিলেন পঞ্চামৃত কলস
সেই ১৯৬৯ সালে শেষ এই সম্মান পেয়েছিলেন ব্রিটেনের রানি এলিজাবেথ। তারপর এই ৫৫ বছর পর সেই সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সময়টা ১৯৬৯ সাল। সেই সময় বিদেশি কোনও রাষ্ট্রপ্রধান হিসাবে এ সম্মান পেয়েছিলেন ব্রিটেনের রানি এলিজাবেথ। সেই শেষ। তারপর থেকে ২০২৩ সাল পর্যন্ত এ সম্মান কারও শিকেয় ছেঁড়েনি।
২০২৪ সালে পৌঁছে ৫৫ বছর পর ফের সেই সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাইজেরিয়া সফরে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু তাঁকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্যা অর্ডার অফ দ্যা নাইজার’-এ ভূষিত করেন।
১৯৬৯ সালে শেষবার কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে নাইজেরিয়ার এই সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছিল ব্রিটেনের রানিকে। তারপর ৫৫ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই সম্মান ভারতের সকল নাগরিক এবং নাইজেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে অর্পণ করেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্টকেও পাল্টা একটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় শিল্পের কদর সারা বিশ্বে। সেই ভারতীয় শিল্পের একটি অনন্য নিদর্শন সিলোফার পঞ্চামৃত কলস।
ধর্মীয় ও শুভকাজে পঞ্চামৃত ভারতের প্রাচীন রীতি। পঞ্চামৃত তৈরি হয় দুধ, দই, ঘি, চিনি ও মধু দিয়ে। এই পঞ্চ অমৃতের মিশ্রণই পঞ্চামৃত। তা রাখার জন্য নাগপুরে তৈরি হওয়া সিলোফার পঞ্চামৃত কলস বিখ্যাত।
এটি তৈরি হয় অত্যন্ত উন্নত মানের রূপো দিয়ে। গায়ে থাকে বিভিন্ন ধরনের কল্কার কাজ। ভারতীয় শিল্পের এই অনন্য পঞ্চামৃত কলসটি প্রধানমন্ত্রী উপহার হিসাবে তিনুবুর হাতে তুলে দেন।
ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী প্রথম যান নাইজেরিয়া। সেখানে দ্বিপাক্ষিক স্তরে ৩টি মউ স্বাক্ষর হয় ভারত ও নাইজেরিয়ার মধ্যে। প্রসঙ্গত গত মাসে বন্যা বিধ্বস্ত নাইজেরিয়ায় ২০ টন ত্রাণ সামগ্রি পাঠিয়েছিল ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা