নতুন বছরে মহাকাশে গেল জোনাকি, ঐতিহাসিক পদক্ষেপ বললেন প্রধানমন্ত্রী
ভারতের মহাকাশ অভিযানে সাফল্যের ধারা অব্যাহত। সেই একের পর এক সাফল্যের তালিকায় জোনাকি-র মহাকাশে উড়ে যাওয়া এক অন্যতম পদক্ষেপ। যার তারিফে পঞ্চমুখ স্বয়ং প্রধানমন্ত্রী।
২০২৫ সাল সবে শুরু হয়েছে। শুরুতেই স্পেস ডকিংয়ে সাফল্য ভারতকে ফের বিশ্বের মহাকাশ গবেষণার মানচিত্রে একদম প্রথম সারিতে এনে ফেলেছে। সেই সঙ্গে আরও এক সাফল্য ভারতের মহাকাশ গবেষণায় ভবিষ্যতের সোনালি দিনের ইঙ্গিত দিচ্ছে।
সেকথাই এদিন তাঁর ১১৮ তম মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সাফল্যকে ঐতিহাসিক মাইলফলক বলে ব্যাখ্যা করেন তিনি। কি সেই সাফল্য?
বেঙ্গালুরুর একটি বেসরকারি মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ সংস্থা পিক্সেল একগুচ্ছে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে মহাকাশে। যার নাম তারা দিয়েছিল ফায়ারফ্লাই। ফায়ারফ্লাই মানে জোনাকি।
সেই ভারতের বেসরকারি উদ্যোগে তৈরি জোনাকি মহাকাশে সফলভাবে উড়ে গেছে। যাকে এক ঐতিহাসিক মাইলফলক বলছেন প্রধানমন্ত্রী।
কারণ এই প্রথম ভারতের কোনও বেসরকারি সংস্থা মহাকাশ গবেষণায় এই সাফল্য পেল। প্রধানমন্ত্রী এদিন মন কি বাত অনুষ্ঠানে সেকথা তুলে ধরে আত্মনির্ভর ভারত-এর উজ্জ্বল ভবিষ্যতের কথা তুলে ধরেন।
ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্স-এর রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ভারতের ফায়ারফ্লাই। একে বলা হচ্ছে পৃথিবীর হায়েস্ট রেজোলিউশন হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট কন্সটেলেশন।
এখানেই শেষ নয়। পিক্সেলের আরও ৩টি কৃত্রিম উপগ্রহ ২০২৫ সালে উড়ে যাবে মহাকাশে। প্রধানমন্ত্রী এদিন মহাকাশ বিজ্ঞানে ইসরো-র একের পর এক সাফল্যের কথাও তুলে ধরেন।
এদিন আগামী ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশের তরুণ প্রজন্মের এগিয়ে আসার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন স্বামী বিবেকানন্দের বার্তা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা