প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন পড়শি দেশের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তো বটেই, এমনকি ভারতীয়দের কাছেও এটা গর্বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলাখুলি তাঁর গুরুর মর্যাদা দিলেন পড়শি দেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বড় দাদার মতন। তাঁর শিক্ষকের মতন। নরেন্দ্র মোদীর কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। কীভাবে দেশবাসীর জন্য আরও কঠিন পরিশ্রম করতে হয় তা তিনি মোদীর কাছেই শিখেছেন।
তাঁর সঙ্গে যখনই প্রধানমন্ত্রী মোদীর দেখা হয়েছে তখনই তিনি তাঁর কাছ থেকে নানা পরামর্শ পেয়েছেন, নেতা হিসাবে নেতৃত্বের শিক্ষা পেয়েছেন। তিনি একজন ছাত্র হিসাবেই ভারতে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। তাঁর কাছ থেকে শিক্ষা নেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত তাঁর গুরুর আসনেই বসালেন পড়শি দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। মাত্র ১০ বছরের মধ্যে নরেন্দ্র মোদী ভারতকে উন্নয়নের পথে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন বলেও জানান ভুটানের প্রধানমন্ত্রী।
প্রথম ‘স্কুল অফ আল্টিমেট লিডারশিপ’ বা ‘এসওইউএল’ বা সোল সম্মেলনের শুরুর দিনে দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ বক্তব্য রাখতে গিয়ে কার্যত প্রধানমন্ত্রীকে গুরু মেনে নিলেন ভুটানের প্রধানমন্ত্রী। এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী দেশের উন্নতিকে তরান্বিত করতে এক প্রগতিশীল মানসিকতার নেতৃত্বে জোর দেন। দেশের উন্নতির জন্য প্রয়োজন দেশবাসীর উন্নয়ন বলে এদিন জানান প্রধানমন্ত্রী।
গুজরাটের গান্ধীনগরে ২২ একর জমির ওপর স্কুল অফ আল্টিমেট লিডারশিপ-এর একটি কেন্দ্র তৈরি হচ্ছে। যেখানে বিকশিত ভারত-এর লক্ষ্যে দেশকে নানা ক্ষেত্রে নেতৃত্বে দেওয়ার মত নতুন প্রতিভাদের প্রশিক্ষিত করে তোলা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা