ভারতীয় সেনা মুখে বলে না, করে দেখায়। উরি হামলা নিয়ে এদিন এভাবেই সেনা বাহিনীকে চাঙ্গা করার পাশাপাশি দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ প্রধানমন্ত্রী উরি হামলায় মৃত ১৮ জন শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উরি হামলাকে কাপুরুষোচিত কাজ বলে ব্যাখ্যা করেন। এদিন কাশ্মীরে লাগাতার অশান্তি নিয়েও মুখে খোলেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, কাশ্মীরের আমজনতা দেশদ্রোহীদের চিনতে পেরেছেন। শান্তি ও সংহতির মধ্যে দিয়েই সাফল্য আসবে বলে আশ্বস্ত করেন তিনি। কাশ্মীর বা উরির মত সংবেদনশীল বিষয়ের পাশাপাশি এদিন প্যারা অলিম্পিকে ভারতীয় পদক বিজেতা দীপা মালিক বা দেবেন্দ্র ঝাঝারিয়ার মত খেলোয়াড়েরা নিজেরাই নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করার সাহস দেখিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে জায়গা পেয়েছে স্বচ্ছ ভারত মিশন-ও। ২ বছর আগে গান্ধী জয়ন্তীকে সামনে রেখে শুরু হয়েছিল স্বচ্ছ ভারত অভিযান। এই দুবছরে দেশে আড়াই কোটি টয়লেট তৈরি হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এদিন স্বচ্ছ হেল্পলাইন নামে একটি প্রকল্পও চালু করেন প্রধানমন্ত্রী। হেল্পলাইন নম্বর ১৯৬৯। এই নম্বরে ফোন করে পরিচ্ছন্নতার উদ্যোগ কতটা এগিয়েছে সে সম্বন্ধে জানতে পারবেন দেশবাসী। সেইসঙ্গে এই নম্বরে ফোন করে যে কেউ তাঁর এলাকাকে পরিচ্ছন্ন করে তোলার আর্জিও জানাতে পারবেন।
Read Next
National
November 22, 2024
চিতায় আগুন দেওয়ার সময় নড়ে উঠল দেহ, ভয়ে দৌড়, সাসপেন্ড ৩ চিকিৎসক
National
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
November 22, 2024
চিতায় আগুন দেওয়ার সময় নড়ে উঠল দেহ, ভয়ে দৌড়, সাসপেন্ড ৩ চিকিৎসক
November 22, 2024
মরসুমে প্রথমবার বরফের চাদরে ঢাকল বাংলার সর্বোচ্চ বিন্দু, হাড় কাঁপছে উপত্যকারও
November 21, 2024
নর্দমা থেকে জল তুলে স্নান করছেন এক ব্যক্তি, কি হয়েছে তাঁর, রাস্তায় ভিড়ে ভিড়
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
Related Articles
Leave a Reply