ফের কাছাকাছি ভারত-রাশিয়া। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্র সহ ১৬টি চুক্তি সাক্ষর করল ভারত। সাক্ষী রইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার থেকে গোয়ায় শুরু হল দুদিন ব্যাপি ব্রিকস সম্মেলন। ফলে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশ অর্থাৎ ভারত, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের রাষ্ট্রপ্রধানরা এখন গোয়ায়। এদিন তাঁদের সকলের সঙ্গেই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একে একে বৈঠক করেন মোদী। তবে এসব আলোচনাকে ছাপিয়ে খবরের শিরোনামে উঠে এসেছে ভারত-রাশিয়া প্রতিরক্ষা চুক্তি।
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল সিস্টেম কিনছে ভারত। যা আদপে দূরপাল্লার বায়ু সুরক্ষা ব্যবস্থা নামেই পরিচিত। খরচ পড়ছে ভারতীয় মুদ্রায় ৩৯ হাজার কোটি টাকা। এস-৪০০-কে বিশ্বের অন্যতম আধুনিক বায়ু সুরক্ষা বন্দোবস্ত হিসাবে পরিগণিত করা হয়। যা কেবল শত্রুশিবিরে হানা দেওয়ায়ই নয়, ৪০০ কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যেকোনও এয়ার অ্যাটাক বা আকাশপথে আক্রমণকে রুখতে সক্ষম। এছাড়া ২০০টি কামোভ হেলিকপ্টার যাতে ভারতেই বানানো যায় সে বিষয়েও একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এছাড়া নৌসেনা ক্ষেত্রেও বেশ কিছু চুক্তি হয়েছে। চুক্তি হয়েছে প্রাকৃতিক তেল ও গ্যাস নিয়ে। এদিন রাশিয়ার সঙ্গে ভারতের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনেও রাশিয়া যে ভারতের অন্যতম প্রতিরক্ষা সহায়তা প্রদানকারী দেশ থাকছে তা এদিন পরিস্কার করে দেন মোদী। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন লড়াইয়ে রাশিয়া সর্বতোভাবে ভারতের পাশে থাকবে বলে মোদীকে নিশ্চিন্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।