ভারত ও জাপানের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি সাক্ষর হতে চলেছে। এটা আগেই জানা ছিল সকলের। অপেক্ষা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের। কারণ এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারত সফরে আসার পরও চুক্তিটি সাক্ষরিত হয়নি। দু’দেশের মধ্য সব বিষয়ে ঐক্যমত্যের অভাবে তখনকার মত ধামাচাপা পড়ে যায় অসামরিক পরমাণু চুক্তি। এরপর বিশেষজ্ঞ ও কূটনৈতিক মহলে আলাপ আলোচনার পর বর্তমানে জাপান সফররত নরেন্দ্র মোদী শুক্রবার টোকিওতে শিনজো আবের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ বৈঠকের শেষে সাক্ষরিত হয় ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তি।
এরফলে আগামী দিনে ভারতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়ার প্রযুক্তি পাঠাতে পারবে জাপান। এতদিন জাপান যেসব দেশের সঙ্গে এই চুক্তি সাক্ষর করেছে তারা প্রত্যেকেই পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তির আওতাধীন। ভারত সেই চুক্তিতে আজ পর্যন্ত সই করেনি। তা সত্ত্বেও ভারতের সঙ্গে এই চুক্তি সাক্ষর দুই দেশের মধ্যে সম্পর্কের আস্থা ও বিশ্বাসের বাস্তব প্রতিফলন বলে ব্যাখ্যা করেছে কূটনৈতিক মহল।