মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি নাম করে নোট বাতিলের বিরুদ্ধে সমালোচনায় হাঁটলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পথ সুকৌশলে এড়িয়ে গেলেন। কিন্তু যা বোঝানোর তা সকলের কাছে জলের মত পরিস্কার করে দিলেন আগ্রার নির্বাচনী জনসভায়। তাঁর লক্ষ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী তা বুঝতে কারও অসুবিধা হয়নি।
এদিন নাম না করে মোদী বলেন, যাঁরা বেআইনি অর্থলগ্নি সংস্থাকে মদত দিয়ে এসেছে, তারাই এখন নোট বাতিলের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন। এসব অর্থলগ্নি সংস্থায় দেশের লক্ষ লক্ষ গরীব মানুষ টাকা রেখেছিলেন। সংস্থাগুলির ভরাডুবির পর এসব গরিব মানুষজন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নোট বাতিলের বিরুদ্ধে না চেঁচিয়ে সেই ইতিহাসের দিকে একবার তাকানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি এদিন ফের একবার দেশের মানুষকে কিছুটা ধৈর্য ধরার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। নোট বাতিলের সিদ্ধান্তকে তাঁর অগ্নিপরীক্ষা বলে ব্যাখ্যা করে মোদী বলেন, এই পুরো প্রক্রিয়াটি একটু সময়সাপেক্ষ ঠিকই, তাতে কিছুদিন মানুষকে কষ্টও সহ্য করতে হবে। কিন্তু আখেরে লাভ হবে দেশের।