যে নদীর জলে ভারতের অধিকার রয়েছে, তা পাকিস্তানকে দেওয়া যাবে না। নোট বিতর্কের মাঝেই এদিন পঞ্জাবের ভাটিন্ডায় একটি জনসভায় গিয়ে ফের পাকিস্তানকে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই পঞ্জাবে ভোট। বিরোধীদের দাবি, সেখানকার কৃষকদের মন পেতে তাই এদিন সিন্ধু জল চুক্তির প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রী। একে নির্বাচনী চমক বলেও কটাক্ষ করেন তাঁরা।
যদিও কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হমালার পর প্রধানমন্ত্রী আগেও সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে মুখ খুলেছিলেন। পাকিস্তানকে তখনও হুঁশিয়ার করে তিনি বলেন, জল আর রক্ত একসঙ্গে বইতে পারেনা। প্রসঙ্গত ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর ওপর ভারতের অধিকার থাকবে। অন্যদিকে ভারতের ওপর দিয়ে বয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করলেও সিন্ধু নদের জলের ৮০ শতাংশ অধিকার থাকবে পাকিস্তানের। ভারত ব্যবহার করতে পারবে মাত্র ২০ শতাংশ জল। সেই জলই আটকে দেওয়া নিয়ে সম্প্রতি হুঁশিয়ারি দেয় ভারত।