তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ ফের একবার দেশে নগদহীন অর্থনীতি চালুর পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, মোবাইলে ছবি পাঠানোর মতই সহজ মোবাইলে কেনাকাটা করা। আমজনতাকে যদি মোবাইলে ছবি পাঠানো শেখাতে না হয় তবে মোবাইলে ব্যাঙ্কের কাজ, কেনাকাটাও শেখাতে হবেনা। তাঁর দাবি, নগদহীন অর্থনীতি সুরক্ষিত এবং পরিচ্ছন্ন। প্রতিবেশি থেকে শুরু করে বাড়ির বড়দের বা পাড়ার ছোট ব্যবসায়ীদের মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন চালানোর পদ্ধতির সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার জন্য দেশের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশকে ডিজিটাল ইকোনমির রাস্তায় এগিয়ে নিয়ে যেতে তিনি যুব সমাজের ওপর ভরসা রাখছেন। কারণ বড়রা না জানলেও দেশের যুবক সমাজ মোবাইলে আর্থিক লেনদেনে পটু। তাই যাঁরা জানেন না তাঁদের ডিজিটাল লেনদেনে শিক্ষিত করে তোলার দায়িত্ব তাঁরাই গ্রহণ করতে পারেন।
দেশ থেকে কালো টাকা ও দুর্নীতিকে চিরতরে হঠাতে যুব সমাজই বিদ্রোহের মধ্যে দিয়ে পরিবর্তন আনতে পারে। যা আসবে ডিজিটাল ভারত গঠনের মধ্যে দিয়েই। আর তা সারা বিশ্বকে করে দেখাবেন দেশের যুবরা। মোদীর দাবি, তিনিও জানতেন ৫০০ ও ১০০০-এর নোট বাতিলের পর মানুষের সমস্যা হবে। কিন্তু অসুখ সারাতে গেলেও তো ওষুধ খেতে হয়। যা মোটেও খেতে ভাল নয়। সেই কষ্টটুকু এখন করতে পারলে আগামী দিনে ভারতের দরিদ্ররাই এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি লাভবান হবেন বলে দাবি করেন মোদী। এদিন মন কি বাতে বক্তব্য রাখতে গিয়ে সীমান্তে প্রহরারত ভারতীয় জওয়ানদের সঙ্গে তাঁর দেখা করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জওয়ানরা আজ আর একাকীত্ব বোধ করেন না। দেশের মানুষ তাঁদের গান, কবিতা, শুভেচ্ছাবার্তা দিয়ে যেভাবে ভরিয়ে দিয়েছে তাতে তাঁরা বেজায় খুশি।