দেশ থেকে কালো টাকা দূর করে দুর্নীতি বন্ধের চেষ্টা করছেন তিনি। আর বিরোধীরা ভারত বন্ধ ডাকছেন। কোনটা চান দেশের মানুষ? বন্ধ না দুর্নীতি বন্ধ? রবিবার উত্তরপ্রদেশের কুশিনগরে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে বিরোধীদের ফের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, নোট বাতিলের সিদ্ধান্ত কঠিন হলেও দেশের ভবিষ্যতের কথা ভেবে তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু দেশের স্বার্থে এই সিদ্ধান্ত কাউকে না কাউকে নিতেই হত। মন কি বাতের পর কুশিনগরের সভাও এদিন ফের ওয়ালেটের জায়গায় ই-ওয়ালেট ব্যবহারে মানুষকে অভ্যস্ত হতে আহ্বান জানান তিনি। তাঁর সিদ্ধান্ত যে দেশের সিংহভাগ মানুষের ভাল লেগেছে তা এদিনের সভা থেকেই তাঁর কাছে পরিস্কার বলে জানান মোদী। তাঁর দাবি, ২০১৪-র নির্বাচনী প্রচারে যত ভিড় হত, এদিন কুশিনগরে তার চেয়েও বেশি মানুষ তাঁর কথা শুনতে এসেছেন।