National

নোট বাতিলের সিদ্ধান্তে পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ : প্রধানমন্ত্রী

নোট বাতিলের একমাস পূর্তিতে যখন বিরোধীরা বৃহস্পতিবার আন্দোলনের মাত্রা বাড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে মাসপূর্তিতে তাঁর সিদ্ধান্তের পক্ষে ফের একবার সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন একগুচ্ছ ট্যুইট করে প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর নোট বাতিলের সিদ্ধান্ত একটি হিন্দু যজ্ঞের মত। এটি কালো টাকা, দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যজ্ঞ। যা অল্পসময়ের জন্য  আমজনতার কষ্টের কারণ হলেও এর দীর্ঘমেয়াদী ফল লাভজনক। এতে দেশের কৃষক, শ্রমিকরা সবচেয়ে বেশি লাভবান হবেন বলেও দাবি করেন মোদী। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন নোট বাতিলের সময়ই তিনি কিছুদিনের সমস্যা নিয়ে সকলকে সতর্ক করেছিলেন। কৃষক, শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের দেশের মেরুদণ্ড বলে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী এদিন দাবি করেন নোট বাতিলের সিদ্ধান্ত এঁদের জন্য মঙ্গলময় হবে। এদিন ফের নোট বাতিলের সিদ্ধান্তকে ঐতিহাসিক সুযোগ বলে দাবি করেন তিনি। এরমধ্যে দিয়ে দেশকে প্র‌যুক্তিগতভাবে উন্নত এক নগদহীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশকে নগদহীন রাষ্ট্রের চেহারা দিতে নতুন প্রজন্মের হাতে বড় দায়িত্ব সঁপে দিয়েছেন মোদী। নোট বাতিলের সিদ্ধান্তে তাঁর পাশে থাকার জন্য দেশবাসীকে এদিন ধন্যবাদও জানান তিনি।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button