উনি নিজেই জানেন না উনি কী বলছেন। তবে আগে এই যুবনেতা ভাষণ দিতে পারতেন না। এখন দিতে পারছেন দেখে তাঁর খুব আনন্দ হচ্ছে। এদিন বারাণসীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই রাহুল গান্ধীর নাম না করে তাঁকে নিয়ে ব্যঙ্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর বলার ধরণের নকল করে দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে একটা প্যাকেট নিয়ে কংগ্রেসের এক যুবনেতা ঘুরতেন। বোঝা যেতনা তাতে কী আছে। এখন তা বোঝা যাচ্ছে। ২৪ ঘণ্টাও কাটেনি রাহুল গান্ধী সরাসরি প্রকাশ্য জনসভায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তারপর বারাণসীতেই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই বক্তব্যে রাহুলকে নিয়ে ব্যঙ্গবিদ্রূপ থাকলেও দুটি সংস্থার কাছ থেকে টাকা নেওয়ার যে অভিযোগ রাহুল গান্ধী করেছেন তা নিয়ে একটি শব্দও ছিলনা। আর সেখানেই ফের আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তাদের দাবি, নরেন্দ্র মোদী কথা ঘোরানোর চেষ্টা করছেন। এদিক ওদিক কথা না বলে বরং এটা স্বীকার করে দেখান যে রাহুল গান্ধীর দাবি ভুল। তদন্ত করে প্রমাণ করে দিন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। তাহলেই তো ল্যাঠা চুকে যায়!