আগামী ৩১ ডিসেম্বর ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এমন জল্পনা তুঙ্গে। কী থাকবে তাতে তা নিয়েও মুখিয়ে সকলে। কালো টাকা রুখতে নতুন কোনও চমক, নাকি নতুন বছরে আমজনতার জন্য স্বস্তির কোনও বার্তা? কৃষি ঋণ মকুবের মত বড়সড় সিদ্ধান্ত, নাকি নোট বাতিলের পর ৫০ দিনের শেষে দেশ কতটা স্বাভাবিক গতি পেল সেই কথাই ফলাও করে জানাতে চলেছেন মোদী? প্রশ্ন অনেক। তবে উত্তর পরিস্কার নয়। প্রধানমন্ত্রী এমন কোনও ভাষণ দেবেন এমন কথাও সরকারিভাবে জানানো হয়নি। কিন্তু ৩০ ডিসেম্বর শেষ হচ্ছে নোট বাতিলের পর ৫০ দিন। শেষ হচ্ছে ব্যাঙ্কে পুরনো নোট জমা দেওয়ার সময়সীমাও। দেশবাসীর কাছে এই ৫০টা দিনই সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর সব স্বাভাবিকভাবেই চলবে বলে আশ্বস্তও করেছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থার বার্তা বহন করছে না। অন্যদিকে বিরোধী দলগুলিও নোট বাতিলের বিরুদ্ধে সোচ্চার। এই অবস্থায় যদি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তবে তা শোনার জন্য কৌতূহল থাকাটাই স্বাভাবিক।