দুর্নীতিমুক্ত দেশ গড়তে তিনি বদ্ধপরিকর। সেইসঙ্গে চলবে আর্থিক সংস্কার। আগামী দিনে যাতে ভারতে ব্যবসা করা নিয়ে কোনও সমস্যা না হয় সে ব্যবস্থাও করবে তাঁর সরকার। এদিন গুজরাটের গান্ধীনগরে গুজরাট গ্লোবাল সম্মেলনের উদ্বোধন করে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী পরিস্কার করে দেন বিরোধীরা যতই গলা ফাটাননা কেন, তিনি তাঁর অবস্থান থেকে সরছেন না। পাশাপাশি দেশে ব্যবসার সুবিধা ও বিদেশি লগ্নিকে আকর্ষিত করতে নীতি ও পরিকাঠামোগত ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলেও আশ্বস্ত করেন মোদী। এদিকে বক্তব্য রাখতে উঠে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি এদিন নরেন্দ্র মোদীকে একজন প্রগতিশীল নেতা বলে চিহ্নিত করেন। আগামী মার্চের মধ্যে তাঁর সংস্থা গুজরাটে আরও ১.২৫ লক্ষ কোটি টাকা লগ্নি করবে বলেও এদিন ঘোষণা করেন আম্বানি।