মহাত্মা গান্ধীকে সরিয়ে সেখানে নিজের জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! অবিশ্বাস্য হলেও ঘটনাটি ঘটেছে। ঘটেছে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরিতে। তাতে এতদিন গান্ধীজির চরকা কাটার সাদা-কালো ছবি যেত। ২০১৭-র নতুন ক্যালেন্ডার ও ডায়েরিতে সেই ছবি নেই! সে জায়গায় রয়েছে নরেন্দ্র মোদীর আধুনিক একটি চরকায় সুতো কাটার ছবি। বিষয়টি সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে। বৃহস্পতিবার ছবি পাল্টানো নিয়ে নীরব প্রতিবাদে সামিল হন খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের কর্মীরা। লাঞ্চের সময় মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ দেখান তাঁরা। যদিও কেভিআইসি-র দাবি এতে এত বিচলিত হওয়ার কিছু নেই! কারণ গোটা খাদিই গান্ধীজির আদর্শ, দর্শনের পথে চলে। ফলে তাঁকে অবহেলা করার প্রশ্নই উঠছে না। কেভিআইসি-র চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা ডায়েরি, ক্যালেন্ডারে প্রধানমন্ত্রীর ছবি থাকার বিষয়টিকে লঘু করে দাবি করেন, নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে খাদি পড়ছেন। বিদেশেও খাদিকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেছেন তিনি। মোদীই এই মুহুর্তে খাদির সবচেয়ে বড় ব্রান্ড অ্যাম্বাসেডর। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের আদর্শ। প্রধানমন্ত্রী ভারতের গ্রামের যে উন্নয়ন চাইছেন তা মহাত্মা গান্ধীর আদর্শেই অনুপ্রাণিত।