পরীক্ষা নিয়ে চাপ না নিয়ে বরং পরীক্ষাকে উৎসবের মেজাজে নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময়োপযোগী বক্তব্য পেশ তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের বৈশিষ্ট্য। সামনেই বোর্ডের পরীক্ষা শুরু হতে চলায় এদিন ছাত্রছাত্রীদের জন্য কিছু তাঁর বক্তব্যে উঠে আসতে পারে বলেই মনে করছিলেন অনেকে। হলও তাই। এদিন ছাত্রছাত্রীদের জীবনের বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে সম্পূর্ণ চাপমুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দিলেন নমো।
চাপমুক্ত হয়ে পরীক্ষা দিলে নম্বর ভাল হয় বলেও জানিয়েছেন তিনি। এক্ষেত্রে শচীন তেন্ডুলকরের উদাহরণও টেনে আনেন মোদী। বোঝানোর চেষ্টা করেন প্রস্তুতিই শেষ কথা। শুধু রেজাল্ট নয়, নিজের জ্ঞান বৃদ্ধিই মূল লক্ষ্য হওয়া উচিত বলে পরামর্শ দেন তিনি। পরীক্ষার সঙ্গে জীবনের সাফল্য ব্যর্থতার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। ছাত্রছাত্রীদের পরীক্ষার হলে টোকাটুকি না করার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।