উত্তরপ্রদেশ জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাজি ‘স্ক্যাম’ আর দারিদ্র্য। এদিন মেরঠে একঘণ্টার ভাষণে সেকথা ফের পরিস্কার করে দিলেন তিনি। জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর দাবি, উত্তরপ্রদেশে ‘স্ক্যাম’ই হল আচ্ছে দিনের পথে প্রধান বাধা। সমাজবাদী পার্টি, কংগ্রেস, অখিলেশ ও মায়াবতী, অর্থাৎ এস, সি, এ, এম। যা পুরো করলে দাঁড়ায় ‘স্ক্যাম’। মোদীর দাবি, রাজ্যে দারিদ্র্য দূর করতে কোনওকালেই এই দলগুলি চেষ্টা করেনি। বরং নিজেদের কুর্সি বাঁচাতেই ব্যস্ত ছিল তারা। এবার এদের উৎখাত করে উত্তরপ্রদেশে দারিদ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চান তিনি। শুধু আক্রমণই নয়, প্রতিশ্রুতিও ছিল প্রধানমন্ত্রী বক্তৃতায়। আখ চাষিদের আশ্বস্ত করে তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আখ চাষিদের সব পাওনা ১৪ দিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। এদিকে কংগ্রেসও ছেড়ে কথা বলেনি। কংগ্রেসের তরফে বিজেপি সহ নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করে বলা হয়েছে, মোদী ভয় পাচ্ছেন। তাই আগামী দিন কী হতে পারে তার রূপরেখা না বলে স্ক্যামের কথা বলে চলেছেন। কারণ তিনি জানেন নোট বাতিল তাঁর কী ভয়ংকর ক্ষতি করেছে। এদিন বিজেপি কথাটিকেও ‘ভ্রমজাল জাগাও পার্টি’, ‘ভ্রষ্টাচার জাগাও পার্টি’, ‘ভাইচারা জালাও পার্টি’, ‘ভাইভাতিজাবাদ পার্টি’ সহ একগুচ্ছ শব্দ ব্যবহার করে কটাক্ষ করেছে কংগ্রেস।