National

বিজ্ঞানের প্রতি যুব সমাজের আকর্ষণ বাড়াতে হবে, দেশের প্রচুর বৈজ্ঞানিক দরকার : প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারির শেষ রবিবার। আর মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’। তাঁর ২৯ তম মন কি বাতে এদিন গুরুত্ব পেল প্রযুক্তি। মহাকাশে ১০৪ স্যাটেলাইট নিয়ে ইসরোর মহাকাশযানের সফল উৎক্ষেপণ নিয়ে এদিন কাব্যিক সুরে বাহবা দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, যেদিন ইসরো মহাকাশে ১০৪টি কৃত্রিম উপগ্রহ পাঠাল সেদিন ছিল শীতের শেষ দিন। তারপর থেকেই শুরু হল বসন্তের! দেশে ডিজিটাল লেনদেনের বৃদ্ধি নিয়েও এদিন রীতিমত উত্তেজিত লেগেছে প্রধানমন্ত্রীকে। নোট বাতিলের পর দেশে ডিজি লেনদেনে জোয়ার এসেছে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, বহু মানুষ ডিজি লেনদেনের দিকে ঝুঁকেছেন। এদিন দেশের প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য দেশে আরও অনেক বৈজ্ঞানিকের প্রয়োজন। দেশের যুবসমাজের মধ্যে বৈজ্ঞানিক চিন্তার বিকাশের প্রয়োজনীয়তার পক্ষে জোড়ালো সওয়াল করেন তিনি। এশিয়ান রাগবি সেভেনস ট্রফিতে ভারতীয় মহিলাদের রুপো জেতায় তাঁদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button