দেশে দরিদ্রদের যেভাবে চিকিৎসকেরা প্রেসক্রিপশন লিখে দেন তা তাঁদের বোধগম্য হয়না। সেখানে কোনও সংস্থার ওষুধের নাম থাকে। সেগুলির দাম অনেক ক্ষেত্রেই বেশি। একটা মধ্যবিত্ত পরিবারে কেউ অসুস্থ হলে পরিবারের অর্থনৈতিক অবস্থাও অসুস্থ হয়ে পড়ে। অনেকে চিকিৎসার খরচ চালাতে বাড়ি কেনা বা মেয়ের বিয়ে দেওয়ার মত দরকারি কাজও করে উঠতে পারেননা। এদিন সুরাটে একটি হাসপাতালের উদ্বোধনে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সাফ জানান, চিকিৎসকদের এই ওষুধের নাম লিখে দেওয়ায় লাগাম দিতে চলেছে তাঁর সরকার। একেবারে আইন করে প্রেসক্রিপশনে ওষুধের নাম না লিখে জেনেরিক নাম লেখার নিয়ম চালু করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। মোদী জানিয়েছেন, জেনেরিক নাম লিখলে কম দামে ওষুধ কেনার সুবিধা পাবেন রোগী ও রোগীর পরিবার। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর জেনেরিক নাম লেখার আইন আনার ইঙ্গিতকে ভাল চোখে নিচ্ছে না অনেক ওষুধ প্রস্তুতকারক সংস্থা।