ভারতে ভেরি ইম্পরট্যান্ট পার্সন বা ভিআইপি সংস্কৃতিতে দাঁড়ি টেনে ইপিআই বা এভরি পার্সন ইজ ইম্পরট্যান্ট সংস্কৃতি চালু করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ এদিন দেশ থেকে ভিআইপি সংস্কৃতি দূর করায় জোর দেন তিনি। এ নিয়ে কথা বলতে গিয়ে লালবাতি প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। জানান, দেশ থেকে লালবাতি সংস্কৃতি তুলে দিয়ে আসলে ভিআইপি সংস্কৃতিতেই দাঁড়ি টানতে চেয়েছে তাঁর সরকার। সোমবার মে দিবস। শ্রমিক দিবস উপলক্ষে তার আগের দিন প্রধানমন্ত্রী কিছু না কিছু বলবেন এটা অনুমান করাই যাচ্ছিল। এদিন দেশের শ্রমিক শ্রেণির অধিকার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বাবাসাহেব আম্বেদকর থেকে সন্ন্যাসী রামানুজাচার্যের অস্পৃশ্যতার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের কথা সামনে আনেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে পড়ুয়াদের কোনও একটি বিষয়ে পারদর্শিতা বৃদ্ধির পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে এখন গ্রীষ্মকাল। প্রবল গরম। এই দিনগুলোয় গরম উপেক্ষা করেও নানা আবশ্যিক পরিষেবা দিতে বাড়িতে আসা মানুষজন, যেমন ডাকপিয়ন, দুধওয়ালাদের মত মানুষজনকে বাড়ি এলে জল খাওয়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।