
আগামী জুনে মার্কিন মুলুকে পাড়ি দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে জুনের ৭ বা ৮ তারিখ ওয়াশিংটন পৌছনোর কথা রয়েছে মোদীর। সূত্রের খবর, এই সফরকালে প্রধানমন্ত্রীর মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সম্ভাবনাও প্রবল। মার্কিন সাংসদরা নিজেরাই চাইছেন মোদী কংগ্রেসে ভাষণ দিন। এদিকে ওবামার সঙ্গে আলোচনায় যে বিষয়গুলি গুরুত্ব পেতে পারে বলে খবর, তারমধ্যে রয়েছে মহাসাগরীয় অর্থনীতি, মহাকাশ বিজ্ঞানে পারস্পরিক সহযোগিতা, সাইবার সুরক্ষা, পরমাণু বাণিজ্য সহ অন্যান্য বিষয়। এগুলো প্রাথমিকভাবে মনে করা হলেও এখনও আমেরিকা যাওয়ার তারিখ বা সেখানে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তার তালিকা তৈরি হয়নি। সূত্রের খবর, এই সফরে প্রধানমন্ত্রী নাসায় যেতে পারেন।