National

পাখির চোখ ২০১৯, ফের প্রধানমন্ত্রীর কালো টাকা ফেরানোর আশ্বাস

যারা গরীবের টাকা লুঠ করেছে, তাদের সেই লুঠের টাকা গরীবদের ফেরত দিতে হবে। দেশে নয়া কর ব্যবস্থা জিএসটি চালুর প্রথম দিনে নয়াদিল্লিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সভায় এভাবেই হুংকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দাবি, গত ৪৮ ঘণ্টায় দেশের প্রায় ১ লক্ষ সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করেছে সরকার। কালো টাকা সরাচ্ছে এমন সন্দেহে ৩৭ হাজার সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এছাড়াও সন্দেহজনক লেনদেনের জন্য ৩ লক্ষ সংস্থার দিকে কড়া নজর রাখা হচ্ছে। জিএসটি চালুর পর তিনি যে ফের কালো টাকা ফেরানোর দিকে ঝুঁকবেন এমন ইঙ্গিত এদিন পরিস্কার করে দিয়েছেন মোদী। এমনকি কালো টাকাকে সামনে রেখে অনুষ্ঠানে উপস্থিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ঘুরিয়ে মিষ্টি কথায় হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের দেশভক্তির পাঠ দিয়ে পরামর্শের সুরেই মোদী বলেন, তাঁরা যেন তাঁদের ক্লায়েন্টদের অ্যাকাউন্টে গরমিল করতে সাহায্য না করেন। সরকারের কর প্রাপ্তির উদাহরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন খতিয়ান ফেলে দেখান। প্রধানমন্ত্রীর দাবি, দেশে এখন ৩২ লক্ষ এমন করদাতা রয়েছেন যাঁরা ঘোষণা করেছেন তাঁদের রোজগার বাৎসরিক ১০ লক্ষ টাকার বেশি। অথচ দেশে এই মুহুর্তে ২ কোটি ইঞ্জিনিয়ার ও ম্যানেজমেন্ট গ্রাজুয়েট রয়েছেন। রয়েছেন ৮ লক্ষ চিকিৎসক। ২ কোটি ১৮ লক্ষ ভারতীয় গত বছর বিদেশে বেড়াতে গিয়েছিলেন। মোদীর মতে, এটা ভারতের তিক্ত সত্য। এভাবে দেশে কালো টাকার বাড়বাড়ন্ত রুখতে কেন্দ্র যে আগামী দিনে আরও কড়া মনোভাব দেখাবে তাও এদিন পরিস্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button