বাঙালিদের মধ্যে দাদা শব্দটার চল বহুদিনের। নামের পিছনে একটা ‘দা’ বসিয়ে চট করে সম্পর্কটাকে একটা ঘনিষ্ঠ এবং ঘরোয়া চেহারা দেওয়া বাঙালিদের মধ্যে বহুল প্রচলিত। সেকথা ভারতের সব প্রান্তের মানুষেরই জানা। বাঙালির সেই ঘরোয়া ডাককে এবার রাষ্ট্রপতির বিদায় সম্ভাষণে ব্যবহার করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘প্রেসিডেন্ট প্রণব মুখার্জী : আ স্টেটসম্যান’ পুস্তকের উদ্বোধনে এসে এদিন কার্যতই আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। আবেগের সুরেই বলেন, যখন দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করেন, তখন প্রণব মুখোপাধ্যায়ই তাঁকে বাবার মত পথ দেখিয়েছেন। এটা তাঁর পরম সৌভাগ্য। এই সময় বলতে গিয়ে রাষ্ট্রপতিকে প্রণবদা বলে সম্বোধন করেন মোদী। রাইসিনা হিলে আর বাকি হাতে গোনা কয়েকটা দিন। তার আগে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা বিদায় সম্ভাষণ আশা করছিলেন দেশবাসী। এদিনের বই প্রকাশের অনুষ্ঠানকে সেই সম্ভাষণের প্ল্যাটফর্ম করে নিলেন প্রধানমন্ত্রী।