রাম রহিমের ভক্তদের তাণ্ডবলীলার সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন, যারা হিংসা ছড়ানোর চেষ্টা করবে তাদের রেয়াত করা হবে না। ভারত বুদ্ধদেব, মহাত্মা গান্ধীর দেশ। এখানে হিংসাকে প্রশ্রয় দেওয়া হয়না। বরদাস্ত করা হয়না। যারা রাম রহিমের সমর্থক বলে হিংসা ছড়িয়ে আইন হাতে তুলে নিয়েছিল তাদের ছাড়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ এদিন এভাবেই মুখ খোলেন মোদী। শুরুই করেন রাম রহিমের সমর্থকদের সমালোচনা দিয়ে। ধর্ষণে দোষী সাব্যস্ত বাবার অনুগামীরা যেভাবে উন্মত্ত হিংসার কাণ্ড গত শুক্রবার ঘটিয়েছে তা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
স্বঘোষিত গডম্যান গুরমিত রাম রহিম ধর্ষণের দায়ে সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর মাত্র ৩ ঘণ্টার মধ্যে গোটা এলাকা তছনছ করে দেয় তার উন্মত্ত সমর্থকেরা। তাতে প্রবল সমালোচনার শিকার হয় হরিয়ানার বিজেপি শাসিত সরকার। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই কাণ্ডের জন্য হরিয়ানা ও কেন্দ্র দুই সরকারকেই কড়া কথা শোনায়। ভোট ব্যাঙ্কের জন্য এই দুই সরকার রাম রহিমের সমর্থকদের সামনে রাজনৈতিক আত্মসমর্পণ করেছে বলেও তোপ দাগে হাইকোর্ট। সংবাদমাধ্যমেও প্রবল সমালোচনার শিকার হয় কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার। তার পর এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
পাশাপাশি এদিন মন কি বাতে-এ প্রতিবাদের মতই জায়গা পেয়েছে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। তার ১৫ দিন আগে থেকে দেশ জুড়ে ‘স্বচ্ছতা হি সেবা হ্যায়’ নামক প্রচারে দেশের সব নাগরিককে যোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সামনেই ফিফা অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের আসর বসছে ভারতে। সেখানে যত দল অংশ নিতে আসছে তাদের সকলকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।