National

সন্ত্রাস সহ্য করা হবে না, মোদী-আবে-র যৌথ বিবৃতি, সাক্ষর ১৫টি চুক্তিও

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে যৌথ সম্মেলনের পর সন্ত্রাস দমনে একত্রে কাজ করার বার্তা দিলেন দুই রাষ্ট্রনায়ক। যৌথ বিবৃতিতে পাকিস্তানের নাম করে সে দেশের মাটিতে বেড়ে ওঠা জৈইশ ও লস্কর, এই দুই সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করার বার্তা দেন তাঁরা। এছাড়া আলকায়দা ও আইএসের বিরুদ্ধেও একসঙ্গে লড়ার কথা জানান মোদী ও আবে।

সন্ত্রাসবাদ দমনে যে দুই দেশই অনড় ও সমমনোভাবাপন্ন অবস্থান নিয়েছে তা এদিন সকলের কাছে পরিস্কার করে দিয়েছেন তাঁরা। সন্ত্রাসবাদ মোকাবিলায় একত্রে কাজ করার বার্তার পাশাপাশি এদিন দুই দেশের মধ্যে ১৫টি চুক্তিও সাক্ষরিত হয়েছে। যারমধ্যে রয়েছে ইন্দো-প্যাসেফিক অঞ্চলে ‌পারস্পরিক সহযোগিতা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button