কিছুদিন আগের কথা। ইন্সটাগ্রামে নিজের কয়েকটা ফোটো পোস্ট করেছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি। ৩৯ বছরের এই নায়িকার সেই ছবি নিয়ে সোশ্যাল সাইটে বেঁকা কথার বন্যা বয়ে যায়। ঘুরিয়ে ফিরিয়ে একের পর এক কমেন্ট আসতে থাকে। যার মানে দাঁড়ায় একটাই। নার্গিস মোটা হয়েছেন। রুপোলী পর্দার কোনও নায়িকার জন্য এটা কুকথার চেয়ে কম কিছু নয়। ফলে সোশ্যাল সাইটের এই কটাক্ষ নার্গিসের মনে জিদ তৈরি করে। শুরু হয় রোগা হওয়ার কঠিন পরিশ্রম।
নার্গিস নিজেই বলছেন যদি তিনি পারেন, তাহলে সকলেই পারেন। রোগা হওয়া কী মুখের কথা! তবে পরিশ্রমে ফল হয়েছে। অনেকটা ওজন কমিয়েও ফেলেছেন তিনি। সেই লড়াই এখনও চলছে। নার্গিস বলছেন পরিচিতি যেমন আশীর্বাদ, তেমনই তার অনেক খারাপ দিকও আছে। সকলের নজরে সুন্দর থাকতে হয়। তারজন্য পরিশ্রম করতে হয়।
নার্গিস নিজেই স্বীকার করেছেন ২ বছর ধরে তিনি ক্রমশ মোটা হয়েছেন। তারপরই সোশ্যাল সাইটে কটাক্ষ শুনতে হয় তাঁকে। তারপরই সুন্দর চেহারাকে ফের ফিরিয়ে আনার লড়াই শুরু করেন তিনি। এই পথচলায় সকলকেই আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, শরীর, মন ও আত্মার যত্ন নেওয়া সবচেয়ে সুস্থ সিদ্ধান্ত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)