
সুশীল কুমারের জায়গায় ভারতের প্রতিনিধি হিসাবে তাঁরই যাওয়ার কথা রিও অলিম্পিকে। কিন্তু শেষ মুহুর্তে ডোপ টেস্টে বড় ধাক্কা খেলেন ভারতীয় কুস্তিগির নরসিংহ যাদব। স্যাম্পল এ ও স্যাম্পল বি, দুটি টেস্টেই উত্তীর্ণ হতে পারেননি নরসিংহ। ফলে শেষ মুহুর্তে এসে অনিশ্চিত হয়ে পড়ল নরসিংহের রিও যাত্রা। নরসিংহ নিজে যদিও ডোপ টেস্টে পজিটিভ হওয়াকে তাঁর শত্রুদের ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা করেছেন। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর জর্জিয়ায় অলিম্পিকের যে প্রস্তুতি শিবির হয়েছে, সেখানেও যাচ্ছেন না ভারতের এই কুস্তিগির। জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা সাফ জানিয়েছে তাঁর দেহে স্যাম্পল বি টেস্টেও নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে। তবে এখনও একেবারে আশা শেষ একথা বলা যাচ্ছেনা। কারণ ডোপিং-এর বিষয়ে আরও বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে এনএডিএ। সেখানেই চূড়ান্ত হবে নরসিংহের ভবিষ্যৎ। নরসিংহ নিজে যদিও ডোপ টেস্টে পজিটিভ হওয়াকে তাঁর শত্রুদের ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা করেছেন।