
রিও অলিম্পিক থেকে পাকাপাকিভাবে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগির নরসিংহ যাদব। কারণ দ্বিতীয় ডোপ টেস্টেও পাশ করতে পারলেন না তিনি। গত ৫ জুলাই এই ডোপ টেস্টের জন্য তাঁর মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার রিপোর্ট এদিন সামনে এসেছে। তাতে উত্তীর্ণ হতে পারেননি ভারতের এই কুস্তিগির। যদিও প্রথম ডোপ টেস্টে পাশ করতে না পারার পরই তিনি ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন। তাঁর পাশে দাঁড়িয়েছিল ভারতের কুস্তি ফেডারেশনও। কিন্তু তখনও বেঁচে ছিল দ্বিতীয় টেস্টের ফলাফল সামনে আসা। ফলে একটা আশার আলো তখনও জীবিত ছিল। এদিন সেই সম্ভাবনাতেও জল ঢেলে দিল দ্বিতীয় ডোপ টেস্টের ফল।