
আরও কঠোর অনুশীলন করো। রিও থেকে দেশের জন্য মেডেল নিয়ে এসো। মঙ্গলবার এভাবেই ডোপ বিতর্কে ক্লিনচিট পাওয়া কুস্তিগির নরসিংহ যাদবকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে কোনও অবিচার হবে না বলেও প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন বলে এদিন জানান নরসিংহ। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ও উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি কেশব প্রসাদ মৌর্য। সোমবারই ডোপ বিতর্কে নাডা তাঁকে ক্লিনচিট দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন নরসিংহ যাদব।