
তিনি নির্দোষ। ডোপ তিনি সদিচ্ছায় করেননি। তাঁকে চক্রান্ত করে নিষিদ্ধ ওষুধ খাওয়ানো হয়েছে। যার বিন্দু বিসর্গও তাঁর জানা নেই। একথা তিনি প্রমাণ করেই থামবেন। ভারতের হয়ে রিওতে কুস্তির ময়দানে নামার ১২ ঘণ্টা আগে তাঁকে ৪ বছরের জন্য নির্বাসিত করেছে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টস। ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ক্লিনচিটকে নাকচ করে কুস্তিগির নরসিংহ যাদবকে এদিন ৪ বছরের জন্য নির্বাসিত করার রায় শোনায় সিএএস। তাঁকে শনিবারের মধ্যে রিও গেমস ভিলেজ ত্যাগ করারও নির্দেশ দেওয়া হয়। সিএএসের দাবি, নরসিংহ যে দাবি করেছেন তার সপক্ষে যথেষ্ট প্রমাণ তিনি পেশ করতে পারেননি। রায় শোনার পরই কান্নায় ভেঙে পড়েন নরসিংহ। ভারতের কুস্তি ফেডারেশনও হতাশ। তাঁদের দাবি, নিজের দেশেই চক্রান্তের শিকার হয়েছেন নরসিংহ। অন্যদিকে নিজেকে কিছুটা সামলে নরসিংহ যাদবের প্রতিজ্ঞা, সত্যিটা সকলের সামনে এনেই তিনি থামবেন।