Sports

পুলিশ তথা স্বর্ণপদক জয়ী নরসিংহ যাদবের বিরুদ্ধে এফআইআর

তিনি পদমর্যাদায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তবে তাঁর আসল পরিচয় তিনি দেশের একজন প্রথমসারির ক্রীড়াবিদ। দেশকে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস থেকে সোনা এনে দিয়েছেন তিনি। এনে দিয়েছেন রূপো ব্রোঞ্জও। ভারতের অন্যতম সেরা কুস্তিগির নরসিংহ যাদবের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল খোদ পুলিশই। মুম্বই পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

কেন দেশের এমন এক সুযোগ্য সন্তানের বিরুদ্ধে এফআইআর? অভিযোগ গত রবিবার তিনি মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সঞ্জয় নিরুপমের সমর্থনে আন্ধেরি ওয়েস্টের যাদবনগর এলাকায় প্রচার করেন। একজন পুলিশ আধিকারিক হয়ে কোনও একটি দলের প্রার্থীর হয়ে এমন খোলাখুলি প্রচারে অংশ নেওয়াকে ভাল চোখে নেয়নি মুম্বই পুলিশ। ৩০ বছর বয়সী নরসিংহ যাদবের বিরুদ্ধে আমবোলি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে।


২০১৬ সালে এই নরসিংহ যাদবকে নিয়ে জলঘোলা হয় প্রচুর। তাঁর বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ সামনে আসে। তার জেরে তাঁকে ৪ বছরের জন্য নির্বাসিত করে ফেডারেশন। ফলে রিও অলিম্পিকে ভারতের হয়ে অংশগ্রহণ করতে পারেননি নরসিংহ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button