চাঁদের পাহাড়ের অজানা কথা জানতে মরিয়া নাসা
চাঁদের পাহাড়ের কথা তো সকলেই জানেন। কিন্তু তার অজানা অচেনা কথাগুলো জানেন কি। নাসা এবার সেই অজানা কথা জানতে মরিয়া।
চাঁদের একটি দিক মানুষ পরিস্কার দেখতে পান। সেই দিকটি পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সেখানে অনেক পাহাড় রয়েছে। যাকে বলে চাঁদের পাহাড়। সেই চাঁদের পাহাড়ের অধিকাংশই তৈরি হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে।
বিভিন্ন সময়ে আগ্নেয়গিরি জেগে উঠেছে। লাভা স্রোত বয়েছে। অগ্নুৎপাতের জেরে হওয়া সেই লাভা স্রোত ঠান্ডা হয়ে পাহাড় তৈরি করেছে চাঁদের গায়ে। এটাও বিজ্ঞানীদের অজানা নয়।
যেটা অজানা সেটা হল এইভাবে চাঁদের গায়ে যে সব পাহাড় তৈরি হয়েছে তাদের কোনটার কত বয়স। নাসার বিজ্ঞানীরা এটা জানতে উদ্যোগী হয়েছেন।
সেইসঙ্গে বিজ্ঞানীরা এটাও জানার চেষ্টা করছেন চাঁদের যে সব পাহাড় অগ্নুৎপাতের জেরে তৈরি তার শিলার মধ্যে রয়েছে কি? অর্থাৎ কি কি উপাদানে জমাট বেঁধেছে সেই পাহাড় বা পাহাড়ের ঢাল।
বিজ্ঞানীরা জানাচ্ছেন চাঁদের গায়ে এমন কমপক্ষে ৭০টি জায়গা রয়েছে যা বাকি অংশের সঙ্গে মেলেনা। চাঁদের যে সব তথ্য নাসার বিজ্ঞানীরা পেয়েছেন তা থেকে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
এবার চাঁদের গায়ের পাহাড় বা ঢিবিগুলি পরীক্ষা করতে পারলে পরিস্কার হবে যেসব অন্য উপাদানে ভরা স্থান পাওয়া যাচ্ছে সেখানে কি কি উপাদান রয়েছে। বিজ্ঞানীদের আশা এই তথ্য পাওয়া গেলে আগামী দিনে চাঁদের জন্ম সম্বন্ধে আরও তথ্য পাওয়া যাবে। সৌরমণ্ডলের ইতিহাস সম্বন্ধেও আরও তথ্য পাওয়া যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা