SciTech
পৃথিবী, মঙ্গলের পর টাইটানে প্রবল ধুলো ঝড় দেখতে পেলেন বিজ্ঞানীরা
পৃথিবী ও মঙ্গলে ধুলো ঝড় দেখতে পাওয়া গিয়েছিল। মহাকাশযান ক্যাসিনির পাঠানো ছবি ও তথ্য আরও অবাক করল বিজ্ঞানীদের।
পৃথিবী ছাড়া সৌরমণ্ডলে একমাত্র শনিগ্রহের উপগ্রহ টাইটানে তরলের অস্তিত্ব পাওয়া যায়। আর মঙ্গলে তরল ছিল বলে মনে করা হয়। টাইটানের সেই তরল স্রোতে বয় মিথেন ও ইথেন।
এবার মহাকাশযান ক্যাসিনির পাঠানো ছবি ও তথ্য আরও অবাক করল বিজ্ঞানীদের। টাইটানে ধুলো ঝড়ের অস্তিত্ব জানা গেছে। টাইটানের নিরক্ষরেখা বরাবর সেই ধুলো ঝড়ে জৈব পদার্থের অস্তিত্ব রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা মনে করছেন, সূর্যালোকের সঙ্গে মিথেনের বিক্রিয়া থেকে জৈব অণুর সৃষ্টি হতে পারে। যা ঘূর্ণিঝড় হয়ে টাইটানের নিরক্ষরেখা বরাবর দেখতে পাওয়া গেছে।
এর আগে পৃথিবী ও মঙ্গলে ধুলো ঝড় দেখতে পাওয়া গিয়েছিল। টাইটান হল সৌরমণ্ডলে তৃতীয় এমন অস্তিত্ব যেখানে ধুলো ঝড় দেখতে পেলেন বিজ্ঞানীরা। এই তথ্য আগামী দিনে মহাকাশ গবেষণায় বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা