চাঁদের গায়ে গর্ত করে দিয়েছে রাশিয়া, বলছে নাসা
চাঁদের মাটিতে গর্ত করে দিয়েছে রাশিয়া। এমনই এক দাবি সামনে এনে বিশ্বকে চমকে দিল নাসা। কীভাবে তা করেছে তারও ব্যাখ্যা দিয়েছে নাসা।
চাঁদের মাটিতে ভারতকে টেক্কা দিতে গিয়ে কার্যত ব্যর্থ হয়েছে রাশিয়া। ভারতের ল্যান্ডারের আগেই রাশিয়া তাদের লুনা ২৫ যান চাঁদে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা মুখ থুবড়ে পড়ে। ভারত অন্যদিকে তাদের নির্ধারিত পদ্ধতি মেনেই চাঁদে সঠিক দিনে সঠিক সময়ে অবতরণ করে বিশ্বকে চমকে দেয়।
চাঁদের যে অংশে আমেরিকা, রাশিয়া বা চিন নামতে পারেনি, সেই জায়গাতেই ভারত অবতরণ করেছে। চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে ভারতের যান।
ভারতের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছে নাসাও। সেই সঙ্গে তারা রাশিয়াকে দুষেছে এক বিশেষ কারণে। নাসার দাবি রাশিয়া চাঁদের গায়ে গর্ত করে দিয়েছে।
কীভাবে চাঁদের গায়ে গর্ত করে দিল রাশিয়া? নাসার দাবি, রাশিয়া চাঁদে লুনা ২৫ যান নামাতে চেষ্টা করেছিল। কিন্তু তা সফল অবতরণ করতে পারেনি।
গত ১৯ অগাস্ট লুনা ২৫ যানটি চাঁদের ওপর আছড়ে পড়ে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র পাঠানো চাঁদের চারধারে ঘুরতে থাকা যান তারপর চাঁদের গায়ে একটি নতুন গর্ত বা ক্রেটার দেখতে পায়। নাসার দাবি লুনা ২৫ আছড়ে পড়ার ফলেই ওই গর্তটি চাঁদে তৈরি হয়েছে। যা আগে ছিলনা।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস লুনা আছড়ে পড়ার পর চাঁদের মোটামুটি কোন জায়গায় সেটি আছড়ে পড়ে থাকতে পারে তার একটা আন্দাজ দেয়। নাসার যান যে গর্তটি পেয়েছে তা তারই আশপাশে।
নাসা এও জানাচ্ছে যে এর আগে ওই অংশের যে ছবি নেওয়া হয়েছিল তাতে ওই ক্রেটারটি ছিলনা। এখন হয়েছে। তাই তাদের অনুমান রাশিয়ার লুনা ২৫ আছড়ে পড়ার ফলেই ওই গর্ত তৈরি হয়েছে চাঁদের গায়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা