মানুষ দেখেনি এ জিনিস, মরুভূমি থেকে কুড়িয়ে আনতে আকাশের দিকে চেয়ে বিজ্ঞানীরা
মানুষ এ জিনিস কখনও চোখে দেখেনি। তাই এবার তাদের হাতে আসতে চলেছে। তাদের তা কুড়িয়ে আনতে হবে মরুভূমির ধূধূ প্রান্তর থেকে।
এ জিনিস মানুষ কখনও চোখে দেখার সুযোগ পায়নি। তা বিজ্ঞানীরা হাতে পেলে মহাকাশের অনেক বিস্ময়ের রহস্যভেদ হয়ে যেতে পারে। কিন্তু কীভাবে তা আনা যাবে তাই তো এতদিন জানা ছিলনা। অবশেষে তা করে দেখান নাসার বিজ্ঞানীরা। তাঁরা ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর ওসিরিস-রেক্স নামে এক যানকে মহাকাশে পাঠান এক গ্রহাণুতে পৌঁছনোর জন্য। শুধু পৌঁছানো নয়, সেখানে পৌঁছে গ্রহাণুর গা থেকে পাথর সংগ্রহ করে ফের তাকে ফিরতে হবে পৃথিবীতে। সেভাবেই তৈরি করে ওই যানকে পাঠানো হয়।
যন্ত্রটি ২০২০ সালে বেণু নামে একটি গ্রহাণুতে পৌঁছেও যায়। যা তথ্য পাঠায় তাতে বিজ্ঞানীরা চমকিত হন। এরপর বেণুতে খনন চালিয়ে ২৫০ গ্রাম পাথরও সংগ্রহ করে ওসিরিস-রেক্স।
বেণু থেকে পাথর সংগ্রহ করে ফের সেই যান পৃথিবীর দিকে ছুট শুরু করে। সেই ছুট এবার প্রায় শেষ। এখন কেবল প্রহর গোনার পালা।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওসিরিস-রেক্স পৃথিবীর বায়ুমণ্ডলে নিজে আর প্রবেশ করবেনা। কিন্তু সে একটি পার্সেল পৃথিবীর দিকে ছুঁড়ে দেবে। সেই পার্সেলে থাকবে গ্রহাণু বেণুর পাথরের টুকরো।
এর আগে গ্রহাণুর পাথর হাতে পায়নি মানুষ। স্থির হয়েছে রবিবার ইউটা মরুভূমিতে এসে আছড়ে পড়বে ওসিরিস-রেক্স-এর ছুঁড়ে দেওয়া পার্সেল।
সেটা পড়ামাত্র তা উদ্ধার করবেন নাসার বিজ্ঞানীরা। তারপর তা খুললেই বেরিয়ে আসবে সেই অমূল্য ধন। যা মানুষ প্রথম দেখার, স্পর্শ করার এবং তা পরীক্ষা করার সুযোগ পাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা