মঙ্গলগ্রহে এক অন্য দানবকে ঘুরতে দেখল নাসার যান
মঙ্গলগ্রহে নাসার যান পারসিভিয়ারেন্স তার ৯০০ দিন পার করে ঘুরছে। এতদিনে এই প্রথম এক অন্য দানবকে মঙ্গলের মাটিতে ঘুরতে দেখল সে।
দিনটা ছিল গত ৩০ অগাস্ট। নাসার যান পারসিভিয়ারেন্স লাল গ্রহের জেজেরো ক্রেটারে দিব্যি ঘুরে বেরিয়ে নানা তথ্য ও ছবি সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছিল। সেই সময় ৬ পায়ের পারসিভিয়ারেন্সের গায়ে থাকা ন্যাভক্যামগুলির একটি ক্যামেরায় দৃশ্যটি ধরা পড়ে।
ওইদিন আবার ছিল মঙ্গলের মাটিতে পারসিভিয়ারেন্সের ৮৯৯ তম দিন। ১ দিন পর ৯০০ দিনে পা দেওয়ার ঠিক আগেই পারসিভিয়ারেন্স যা পাঠাল তা দেখে নাসা তো বটেই গোটা বিশ্বের বিজ্ঞানীদের চোখ আটকে গেছে।
পারসিভিয়ারেন্সের ক্যামেরায় এক টর্নেডোর ছবি ধরা পড়ে। যা ক্রমে এগিয়ে যাচ্ছিল তার আকাশচুম্বী ধুলোর কুণ্ডলী নিয়ে। পৃথিবীতে যে ধরনের টর্নেডো দেখতে পাওয়া যায় এ টর্নেডো অবশ্যই তেমন নয়। তার চেয়ে অনেকটাই কম শক্তিধর।
এতে কোনও জলকণা নেই। আছে শুধুই ধুলো। সেই ধুলোই কুণ্ডলী পাকিয়ে মাটি থেকে উঠে গিয়েছিল অনেক উপরে। মাত্র ৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা কুণ্ডলীটি মঙ্গলগ্রহের একটি পাহাড়ের ধার ঘেঁষে এগিয়ে যাচ্ছিল।
পূর্ব থেকে পশ্চিমমুখী এই কুণ্ডলীর এগিয়ে যাওয়ার গতি ছিল ১৯ কিলোমিটার প্রতি ঘণ্টা। ৩৮৭ ফুট উঁচু ছিল এই কুণ্ডলীর মাথা।
এমন এক ধুলোর কুণ্ডলীর দানবের যে মঙ্গলগ্রহেও দেখা মিলতে পারে এটা বোধহয় আগে থেকে বোঝা যায়নি। যা পাওয়া গেল তা অবশ্যই বিজ্ঞানীদের মঙ্গলের বায়ুমণ্ডলের সম্বন্ধে আরও পরিস্কার ধারনা দিতে সাহায্য করবে।