পৃথিবীর বাইরেও প্রাণের সম্ভাবনা উজ্জ্বল করল বেণুর মাটির ২ উপাদান
মানুষ মহাকাশ গবেষণায় হাত পাকিয়েছে বহুদিন। কিন্তু এই প্রথম কোনও গ্রহাণু থেকে নমুনা এসে পৌঁছেছে পৃথিবীতে। তাতে কি পাওয়া গেল জানাল নাসা।
মানুষ মহাকাশ বিজ্ঞানে খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। অনেক কিছুই জানতে পারছে। কিন্তু তারপরেও বিজ্ঞানীদের কেবল ধারনা করতে হত গ্রহাণু বা অ্যাস্টেরয়েডে কি থাকতে পারে। কারণ কোনও গ্রহাণুর মাটির নমুনা তাঁদের হাতে ছিলনা। এবার সেই বিরল কৃতিত্বও অর্জন করে ফেলেছেন বিজ্ঞানীরা।
গ্রহাণু বেণু থেকে ২০২০ সালে ৮.৮ আউন্স মাটি ও পাথর সংগ্রহ করে নাসার যান ওসিরিস-রেক্স পৃথিবীতে একটি ক্যাপসুল পাঠিয়ে দিয়েছে। সেই ক্যাপসুলে ছিল এই মাটি পাথর।
যা হাতে পাওয়ার পর বিশ্বের বেশ কয়েকটি মহাকাশ গবেষণা সংস্থাকে যেমন এই মাটির অংশ দিয়েছে নাসা, তেমনই তারাও তা পরীক্ষা করেছে।
নাসা এবার জানাল ওই নমুনায় কি পেল তারা। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওই নমুনায় প্রচুর পরিমাণে জল ও কার্বন পেয়েছেন তাঁরা। যা প্রাণ সৃষ্টির জন্য আদর্শ উপাদান।
গ্রহাণু বেণুর মাটিতে জল ও কার্বনের উপস্থিতি সেখানে প্রাণের কথাই ইঙ্গিত করছে। তবে তা এখন রয়েছে এমনটা নয়, আগে হয়তো ছিল বা আগামী দিনে তৈরি হতেই পারে।
৪৫০ কোটি বছর আগে জন্ম নেওয়া বেণু কিন্তু এক অন্য দিক দেখিয়ে দিল। যা বিজ্ঞানীদের জন্য এক অনন্য প্রাপ্তি। একটি গ্রহাণুতে এত পরিমাণ কার্বন ও জলের উপস্থিতি তাঁদের নতুন করে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের কথা ভাবার যথেষ্ট উপাদান হাতে তুলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা