মহাকাশে ভাসছে দামি ধাতু, সোনা হিরের খোঁজ নিতে সাইকি গেল নাসা
পৃথিবীতে সোনা, হিরের মজুত যা আছে তা খুঁজে খনন করার কাজ বহুকাল আগে থেকেই চলছে। এবার পৃথিবীর বাইরে সোনা, হিরের খোঁজ পেতে ছুটল নাসা।
মঙ্গলগ্রহ আর বৃহস্পতিগ্রহের মাঝে একটি গ্রহাণু বলয় রয়েছে। যেখানে অনেক গ্রহাণু ঘুরছে। তারই একটির নাম বিজ্ঞানীরা দিয়েছেন সাইকি। এই সাইকি এমন এক গ্রহাণু যা পুরোটাই ধাতু দিয়ে তৈরি। তাও আবার নেহাত কমদামী ধাতু নয়। পৃথিবীর মানুষের হিসাবে অত্যন্ত সব দামি ধাতু ও হিরে রয়েছে সেখানে।
সোনা, প্ল্যাটিনাম ও হিরে ভরা গ্রহাণুটির দিকে এবার নজর পড়েছে নাসার। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাইছে এই গ্রহাণুর সম্বন্ধে খোঁজখবর আরও বাড়াতে। সোনা, প্ল্যাটিনাম ও হিরের মজুত জানাও একটা উদ্দেশ্য। গ্রহাণুটিতে প্রচুর লোহা ও নিকেলও রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের দিকে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে উড়ে গেছে নাসার মহাকাশ যান সাইকি। যা সব ঠিকঠাক থাকলে ২০২৯ সালের জুলাই মাসে সাইকি গ্রহাণুর মাধ্যাকর্ষণের আওতায় ঢুকে পড়তে পারবে।
এরপর সাইকিকে ২ বছর ধরে প্রদক্ষিণ করে যাবে নাসার এই সাইকি। সেখান থেকেই যাবতীয় তথ্য সংগ্রহ করবে। বিশেষত সেখানকার মজুত ধাতু সম্বন্ধে খোঁজ নেবে এই মহাকাশযান। খোঁজ নেবে সোনা, প্ল্যাটিনাম ও হিরের মজুত ভাণ্ডার নিয়েও।
আগামী দিনে কি তবে মানুষ মহাকাশ থেকেই দামি ধাতু থেকে দামি পাথর নিয়ে আসতে চলেছে? অন্তত সাইকি মিশন সেই নতুন পথের ইঙ্গিতটা দিয়ে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা