SciTech

বৃহস্পতিতে এ কার মুখ ভেসে উঠল, ছবি তুলল নাসা

বৃহস্পতি গ্রহে ভেসে উঠল একটি মুখ। এ কার মুখ ভেসে উঠল বৃহস্পতির গায়ে। সে ছবি অজান্তেই তুলে ফেলল নাসার যান।

বৃহস্পতি গ্রহের চারপাশে চক্কর দিচ্ছে নাসার যান জুনো। বৃহস্পতি তো বটেই, সেইসঙ্গে তার উপগ্রহদের নানা ছবি ও তথ্য জুনো পাঠিয়ে চলেছে নাসার বিজ্ঞানীদের। যা বৃহস্পতিকে চিনতে সাহায্য করছে। বৃহস্পতি ও তার উপগ্রহগুলি সম্বন্ধে এমনও অনেক তথ্য জুনো পাঠিয়েছে যা বৃহস্পতি সম্বন্ধে ধারনাই বদলে দিয়েছে।

এবার সেই জুনো অজান্তেই এমন এক ছবি তুলে ফেলল যা দেখে চোখ আটকে গেছে খোদ বিজ্ঞানীদের। ভৌতিক দিন হ্যালোউইনের মুখেই সেই ছবি প্রকাশ্যে আনল নাসা।


ছবিটি দেখে এবার হতবাক বিশ্ববাসীও। কারণ বৃহস্পতির গায়ে একটি মুখের দেখা মিলেছে। সেই ভৌতিক মুখ দেখে রীতিমত গা ছমছম করছে অনেকের।

ছবিটি বেশ কিছুদিন আগের তোলা। গত ৭ সেপ্টেম্বর ছবিটি তুলেছিল জুনো। জুনো বৃহস্পতিকে ৫৪ তম বার প্রদক্ষিণ করার সময় এই ছবি তোলে। যা হ্যালোউইনের আগে প্রকাশ করল নাসা। যা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


বৃহস্পতির উত্তরাংশকে বিজ্ঞানীরা বলেন জেট এন৭। সেখানেই দেখা মিলেছে এক ভৌতিক মুখের। দেখে মনে হয় তা কারও তুলির টানে বৃহস্পতির গা-কে ক্যানভাস বানিয়ে সামনে এসেছে।

এই ভৌতিক মুখটি বৃহস্পতির রাত ও দিন থাকা অঞ্চলের ঠিক মাঝখানে দেখা গেছে। বৃহস্পতির মেঘের খেলায় যে এই ভৌতিক মুখটি ফুটে উঠেছে তা মেনে নিচ্ছেন বিজ্ঞানীরা।

প্রসঙ্গত, বৃহস্পতির মেঘের চূড়া থেকে ৭ হাজার ৭০০ কিলোমিটার দূর দিয়ে বৃহস্পতিকে প্রদক্ষিণ করে চলেছে নাসার জুনো মহাকাশযান।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button