মহাকাশে ওটা কার হাত, এক্স-রেতে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে
মহাকাশের অন্ধকারের অসীম সমুদ্রে একটি হাত। যার আবার এক্স-রে ছবি হাতের মধ্যের হাড় পর্যন্ত স্পষ্ট করে তুলে ধরল নাসার বিজ্ঞানীদের সামনে।
মহাকাশ এখনও এক অজানা রহস্যের নাম। প্রায় দিনই বিজ্ঞান মহাকাশের অনেক অজানা তথ্যকে জেনে ফেলছে। কিন্তু মহাকাশ এমন জায়গা যেখানকার সব রহস্যের হয়তো কোনও দিনই কিনারা হবেনা। এমনকি সব রহস্য জানাও অধরাই থেকে যাবে মানুষের কাছে। সে মানুষ যতই উন্নত প্রযুক্তির প্রয়োগ করুক না কেন।
যেমন মহাকাশে নাসার ২টি এক্স-রে টেলিস্কোপ এমন এক হাতের সন্ধান পেল যা দেখে কার্যত বিজ্ঞানীরাও চোখ সরাতে পারেননি। এই টেলিস্কোপ ২টি এক নীল হাতের সন্ধান পেয়েছে। যার আবার এক্স-রে দিয়ে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে।
নাসা জানাচ্ছে, ১ হাজার ৫০০ বছর আগে পরমাণু শক্তিতে উজ্জ্বল এক নক্ষত্রের পারমাণবিক জ্বালানি শেষ হয়ে যায়। ফলে ভেঙে তছনছ হয়ে যায় নক্ষত্রটি। যা এক অতি ঘনত্ব থাকা বস্তুর জন্ম দেয়। যাকে বলা হচ্ছে নিউট্রন স্টার। যা পৃথিবী থেকে ১৬ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত।
নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি ২০০১ সালেই এই হাতের মত দেখতে ঘন নিউট্রনের দেখা পায়। এতদিন পর এবার নাসার আইএক্সপিই এক্স-রে টেলিস্কোপ সেই সেই হাতের মধ্যে হাড়ের মত দেখতে কিছুর সন্ধান দিল।
যা দেখে মনে হচ্ছে কোনও মানুষের হাতের এক্স-রে করা হয়েছে। ফলে দেখা যাচ্ছে ত্বক ও মাংসের পিছনে থাকা হাড়গুলিকে। এমন আজব দৃশ্য বিজ্ঞানীদের মুগ্ধ করেছে।