পৃথিবীর পাশ দিয়ে চলে গেল অতিকায় গ্রহাণু
নাসা আগেই জানিয়েছিল এই গ্রহাণুটির কথা। কারণ বিশ্বের খুব কাছ দিয়ে যাবে এটি। ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টেয় পৃথিবীকে পার করল এই গ্রহাণু।
ভারতীয়দের ঘড়িতে তখন বিকেল ৩টে ২৫ মিনিট। আর ৫টা বিকেলের মতই একটা সাধারণ বিকেল। লকডাউনের জেরে কিছুটা আলস্যের বিকেলও। কিন্তু ঠিক সেই সময় পৃথিবীর কাছ দিয়ে চলে গেল এক অতিকায় গ্রহাণু। যার গতিবিধি সন্তর্পণে নজরে রাখলেন বিজ্ঞানীরা। নাসা জানাচ্ছে, গ্রহাণুটি ২ কিলোমিটার লম্বা। যা পৃথিবীর দিকে ছুটে এলে বড় ক্ষতির কারণ হতে পারত। কিন্তু তা পৃথিবীর পাশ গিয়ে চলে গেল। কতটা পাশ দিয়ে? তাও জানিয়েছে নাসা।
নাসা আগেই যখন এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে বলে জানিয়েছিল তখন এটাও জানিয়েছিল যে এটি পৃথিবীর কোনও ক্ষতি করবে না। পাশ দিয়ে চলে যাবে। পাশ দিয়ে বলতে ৬.৩ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে। বোঝার সুবিধার জন্য নাসা জানায় চাঁদ পৃথিবী থেকে যতটা দূরে তার ১৬ গুণ দূর দিয়ে চলে যাবে এই গ্রহাণু। আর বুধবার বিকেলে গেছেও তাই। তবে আরও একটি তথ্য নাসা জানিয়েছে।
নাসা জানাচ্ছে গ্রহাণুটি আবার ফেরত আসবে। সেটি আবার পৃথিবীর কাছাকাছি এসে পড়বে ২০৭৯ সালে। সেবার কিন্তু আরও কাছ দিয়ে যাবে সেটি। কতটা কাছ দিয়ে? নাসা জানাচ্ছে, সেবার পৃথিবী থেকে চাঁদের দূরত্বের ৪ গুণ দূর যতটা হয় সেই পরিমাণ দূর দিয়ে গ্রহাণুটি যাবে। আগামী ২০০ বছরে এই গ্রহাণুটি থেকে বিশ্বের কোনও ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই আশ্বাস দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা