মহাকাশে দেখা গেল মহাজাগতিক দিওয়ালী, ছবি তুলল নাসার টেলিস্কোপ
এমন করেও যে দিওয়ালী পালন করা যায় সেই অভিনব ভাবনা সকলের সঙ্গে ভাগ করে দিওয়ালী পালন করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
ভারত জুড়ে পালিত হল আলোর উৎসব দিওয়ালী। আলোর সাজে অন্য এক মোহময় রূপ নিল দেশের সিংহভাগ। নববধূর সাজে দিওয়ালীর দিন ভারতের বিভিন্ন প্রান্তকে চেনা দায় হয়। এতটাই উজ্জ্বল ও সুন্দর হয়ে আলোয় সেজে ওঠে চারধার। কলকাতায় আবার দিওয়ালীর সঙ্গে সঙ্গে উপরি পাওনা কালীপুজোর আনন্দ।
সেখানেও আলোর রোশনাই। শুধু আলো আর আলোয় রবিবার সন্ধে নামতেই রঙিন হল দেশ। আর সেই আলোর উৎসবে শামিল হল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। তবে একদম অন্যভাবে।
নাসা তার হাবল টেলিস্কোপের সাহায্যে তোলা মহাশূন্যের এক টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে জানিয়েছে, মহাকাশের আলোর উৎসব। সেই সঙ্গে সকলকে দিওয়ালীর শুভেচ্ছাও জানায় তারা।
এই ছবিতে মহাশূন্যের একটি নক্ষত্রপুঞ্জের ছবি ভাগ করে নিয়েছে নাসা। যেখানে রয়েছে প্রচুর নক্ষত্র। যা ঝলমল করছে। মহাকাশ জুড়ে যেন কেউ আলো দিয়ে সাজিয়ে দিয়েছে সবটা। অন্ধকার মুছে গেছে এই উজ্জ্বল নক্ষত্রদের ঝলমলে আলোয়।
৩০ হাজার আলোকবর্ষ দূরের এই নক্ষত্রপুঞ্জকে বিজ্ঞানীরা বলেন গ্লোবিউলার ক্লাস্টার। যেখানে হাজার হাজার নক্ষত্র ঝলমল করছে। এসব নক্ষত্রের কোনওটির বয়স ১২ বিলিয়ন বছর তো কোনওটার ২ বিলিয়ন বছর।
তারা নিজেদের উজ্জ্বলতায় এতটাই উদ্ভাসিত যে তা দেখে চোখ জুড়িয়ে যায়। আর ঠিক এভাবেই মহাকাশের আলোর খেলায় নাসা সকলের সঙ্গে ভাগ করে নিল আলোর উৎসব দিওয়ালীর আনন্দ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা