সোনাদানা হিরের খোঁজে বেরিয়ে প্রথম আলো পাঠাল মহাকাশযান, আপ্লুত নাসা
সোনা, হিরের খোঁজ করতে সে পাড়ি দিয়েছিল গত অক্টোবরে। এতদিন ছোটার পর এবার সে প্রথম আলো পাঠাল তার তরফ থেকে।
গত ১৩ অক্টোবর সে পাড়ি দিয়েছিল মহাশূন্যে। লক্ষ্য অবশ্যই ছিল। গ্রহাণুতে সোনা, হিরের খোঁজ করতেই তার এই মহাকাশযাত্রা। গ্রহের পাশাপাশি এখন মহাকাশ বিজ্ঞানে গ্রহাণুর চরিত্র বিশ্লেষণকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।
তাই সাইকি নামে এক মহাকাশযানকে মহাশূন্যে সোনাদানা খুঁজতে পাঠায় নাসা। এতদিন ধরে সে পাড়ি দিয়েছে মহাশূন্যে। আরও অনেকটা পথ যেতে হবে।
তবে পাড়ি দেওয়ার ৮ সপ্তাহ কেটে গেলেও সে কিছু পাঠাতে পারেনি বিজ্ঞানীদের কাছে। অবশেষে সে পাঠাতে পারল। প্রথম একটি ছবি পাঠাল সাইকি। যা বিশ্লেষণ করা শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা।
সাইকির গায়ে ২টি অতিশক্তিশালী ক্যামেরা লাগানো রয়েছে। সেই ক্যামেরার সাহায্যেই সে যাবতীয় ছবি তুলবে। তারপর তা পাঠাবে নাসার বিজ্ঞানীদের কাছে।
সেই সূত্র ধরে সাইকি তার কাজ কার্যত শুরু করল। এখন তার যাত্রাপথের অনেক ছবিই হয়তো বিজ্ঞানীরা পাবেন। তবে সাইকির প্রথম পাঠানো ছবি দেখে বিজ্ঞানীরা খুশি।
তাঁরা এটাকে প্রথম আলো বলে ব্যাখ্যা করছেন। সাইকি যে তার কাজ করা শুরু করল তাতে খুশি তাঁরা। এই প্রাথমিক ছবিগুলিকে পর্দা উত্তোলন বলেই মেনে নিচ্ছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এভাবে টুকটাক ছবি এবার সাইকি পাঠাতে থাকবে। এভাবেই চলতে চলতে সে এক সময় পৌঁছে যাবে যে গ্রহাণুকে লক্ষ্য করে সে পৃথিবী থেকে পাড়ি দিয়েছে সেই গ্রহাণুর কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা